ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার দুবাজাইল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকবৃন্দ। সোমবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে সরাইল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তাব্য পাঠ করেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৮৯ সাল মোঃ শহীদ উল্লাহ নিজের জায়গা ও ঘর দিয়ে দুবাজাইলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে শুরুতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সুমানের সাথে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে তিনি অবসর নেন। পরে জরিনা খাতুন ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম অব্যস্থাপনার মধ্য দিয়ে বিদ্যালয়টি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ৭ই মার্চের জাতীয় দিবসে পালন না করে স্কুল তালাবদ্ধ রেখেছে। তার মনগড়া মত স্কুলে আসা যাওয়া ও সেচ্ছাচারিতার কারণে বিদ্যালয় এলাকার ছাত্র ছাত্রীরা দূরবর্তী ভাল স্কুলে গিয়ে পড়াশোনা করছে। সংবাদ সম্মেলনে স্থানীয় অভিভাবক আলহাজ্ব মিয়া, আবেদ আলী, মেরাজ মিয়া, কুদরত উল্লাহ জরিনা খাতুনের অপসারণ দাবী করে দাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহকে সভাপতি মনোনীত করে বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here