ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করার অপরাধে ফরিদ উদ্দিন (৫০) নামের এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় খাল ভরাট করে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণ করছিলেন। ফরিদ উদ্দিন তন্তর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এই জরিমানা করেন।

জানা যায়, দুপুরের দিকে তন্তর এলাকার প্রবাসী ফরিদ উদ্দিন বাড়ি যাওয়ার রাস্তা নির্মাণ করতে মাটি ও বালু ফেলে খাল ভরাট শুরু করে। স্থানীয়রা খাল ভরাটের বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেটকে অবগত করলে তিনি সরজমিনে গিয়ে উপস্থিত হন। পরে খাল ভরাট করার দায়ে পরিবেশ আইনে ফরিদ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, খাল ভরাট করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল দখল বা ভরাট করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here