মুক্তির মিছিল,  ঢাকা, বুধবার, ১৭ মে ২০২৩ : বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

নরওয়ের বিজ্ঞানী থর হেয়েরদাহল প্যাপিরাস (এক ধরনের উদ্ভিদ যা থেকে প্রাচীন মিশরে কাগজ তৈরি হতো) দিয়ে একটি নৌকা তৈরি করিয়েছিলেন। বড়সড় এই নৌকায় চেপে তিনি সাগর পাড়ি দিতে চেয়েছিলেন। যেমন ভাবনা, তেমন কাজ। ১৯৭০ সালের এ দিনে তিনি কয়েকজন ক্রু সঙ্গে নিয়ে মরক্কোর উপকূল থেকে কাগজের নৌকায় চেপে বসেন। উদ্দেশ্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া। ৫৭ দিন ভেসে থাকার পর থর ও তাঁর সঙ্গীরা আটলান্টিকের ওপারে বারবাডোসে গিয়ে পৌঁছান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here