বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের কীর্তি গড়লেন তিনি।

এদিন ২ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তার। তবে ২১ রানের পর রশিদ খানকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

দুই হাজার রান করতে রিয়াদ খেলেছেন ১১৫ ম্যাচ। রিয়াদের খুব কাছেই আছেন ৯৬ ম্যাচ খেলা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১৯০৮।
এছাড়া ১ হাজার ৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১ হাজার ৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১ হাজার ১৩৬ রান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here