মুক্তির মিছিল, ঢাকা, ২৩ মে, মঙ্গলবার ২০২৩ : গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে আবু সাঈদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব। ’

এ ঘটনায় গতকাল রোববার দিবাগত রাতে আবু সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ। এ ছাড়া এ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করছে।

মিজানুর রহমান বলেন, ‘বাইরে থাকার কারণে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারছি না। কল করে সবাইকে বলছি। রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে এ ধরনের ‘‘স্লিপ অব টাং’’ হয়ে যায়। আমাদেরও এ রকম হয়। কিন্তু ভুল করার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে দিই। দরকার হলে সংবাদ সম্মেলন করে ভুল সংশোধন করি, ক্ষমা চাই। চাঁদ এটা ভুল করেছে। তারও সঙ্গে সঙ্গে সংশোধন আনা উচিত ছিল। ’

এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্য দলের নির্দেশনা রয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘চাঁদের বক্তব্য আমাদের দলের কথা নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, শুধু এই বক্তব্যই দেওয়ার কথা আমাদের। কিন্তু চাঁদ আবেগপ্রবণ ছেলে। সে জন্য হয়তো এ ধরনের কথা বলে ফেলেছে। তার বড় ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here