মুক্তির মিছিল ৭১, ঢাকা , মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২৩ : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জনই ঢাকা জেলার। আর বাকিরা রাজশাহী বিভাগের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগের দিন দেশে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনও কারও মৃত্যু হয়নি।

২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৬। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭২। এদিকে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here