আজ থেকে শুরু হয়েছে ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগ থেকেই শুরু হয়েছে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন।

গতকাল সোমবার (৭ মার্চ) থেকে ট্রেনের আসনবিহীন টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন এক অফিস আদেশে জানান, ঘোষণা অনুযায়ী আগামীকল (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে দেশে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। হ্রাসকৃত টিকিটের ৫০ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এরপর সংক্রমণ পরিস্থিতি শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here