মুক্তির মিছিল,  আন্তর্জাতিক ডেস্ক, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ : তাইওয়ানকে শিগগিরই অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে।

পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here