মুক্তির মিছিল,  আন্তর্জাতিক ডেস্ক, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত হয়েছেন নয়জন। গতকাল সোমবার অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা জানান, ১৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় পুলিশের উপপ্রধান ব্যারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি তাঁদের জরুরি ভিত্তিতে টেলিফোন করেন। চার পুলিশ কর্মকর্তা ওই ‘বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন’। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আহত দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২২৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here