বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা বেড়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১০ জন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩ জন রোগী। যার মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫৮০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪শ’ ২৩ জনের।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার রাতে আরটি পিসিআর ল্যাবে ১শ’ ৬১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.৪৭ ভাগ।

এর আগে সোমবার ৩৯.৬৮ ভাগ, রবিবার ৩৯.৫৯ ভাগ, শনিবার ৩৪.০৪ ভাগ, শুক্রবার ৪৭.৫৯ ভাগ, বৃহস্পতিবার ৪০ ভাগ, বুধবার ৪৩.৮৮ ভাগ, মঙ্গলবার ৩৪.৬১ ভাগ, সোমবার ৪৪.৪৪ ভাগ এবং গত রবিবার ৪২.৭০ ভাগ করোনা শনাক্ত হয়েছে পিসিআর ল্যাবে। চলতি মৌসুমে বরিশালে গত ১৫ জানুয়ারী সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here