সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে। বুধবার বেলা ১১টা ৫০মিনিটে বাংলা অ্যাকাডেমিতে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে মেলা যথাসময়ে শুরু করতে পারিনি আমরা। তাই দুই সপ্তাহের জন্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। করোনা সংক্রমণের হারের ওপর নির্ভর করবে মেলার পরিধি বাড়াবে কি না। সংক্রমণ কমে আসলে মেলার পরিধি বাড়বে।

তিনি আরও বলেন, মেলার সময় পূর্বে তিনটা থেকে শুরু হলেও এবার যেহেতু স্বল্প সময়ের মেলা, তাই দুপুর ২টা থেকে শুরু হবে। ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here